Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

     

      মহেশখালী উপজেলা হতে সড়ক পথে হোয়ানক ইউনিয়নে আসার মাধ্যম- জীপ বা চাদের গাড়ী, টেক্সী, সিএনজি অটোরিক্সা দিয়ে আসতে সময় লাগে প্রায় ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট। আবার চকরিয়া উপজেলা হতে বদরখালী হয়ে অত্র ইউনিয়নে আসতে সময় লাগে প্রায় ১ ঘন্টার কিছু বেশি। মহেশখালী উপজেলার রাস্তার অবস্থা বেশি ভাল না হওয়ায় অত্র ইউনিয়নে আসতে একটু কষ্ট সহ্য করতে হয়। রাস্তা পাকা হলেও বেহাল দশা। উক্ত ইউনিয়ন পাহাড় বেষ্টিত হওয়ায় বর্ষার পাহাড়ী ঢলে প্রতি বছরই মূল সড়কটি ভেঙ্গে যায়। তাই ইউনিয়নবাসীর প্রাণেরদাবী মহেশখালী-জনতা বাজার সড়কটি রাস্তার উভয় পাশে গাইডওয়াল নির্মাণের মাধ্যমে পূণরায় মেরামত করা হউক।

      উল্লেখ্য মূল সড়কের অবস্থা এতই খারাপ যে, অনেকই ঠাট্টা করে সড়কটিকে ডেলিভারী সড়কও বলে।